কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ইমরান আহমদ এমপি কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্ধোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুনজিত কুমার চন্দ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক টুকেরগাঁও আদর্শ ক্লাব ক্রিকেট দল ও পশ্চিম টুকেরগাঁও ক্রিকেট দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত দশ ওভারে ১২৫ রান করে টুকেরগাঁও আদর্শ ক্লাব। পরে পশ্চিম টুকেরগাঁও ১০৩ রানে অলআউট হয়। ফলে ম্যাচটিতে ২২ রানের জয় তুলে নেয় স্বাগতিক টুকেরগাঁও আদর্শ ক্লাব। টুকেরগাঁও ক্লাবের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৪৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন শরীফ আহমদ। প্রথমবারের আসরে উপজেলার শীর্ষ ৩২ দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। খেলাগুলো নকআউট পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন ও অতিরিক্ত সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানার যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাস্টার ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, কোষাধ্যক্ষ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য আনছার উদ্দিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম. হাবিবুল্লাহ জাবেদ, উত্তর রণিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কদ্দুছ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, শাহ আলম, ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম, বর্তমান সভাপতি ওমর আলী, সিনিয়র সহ-সভাপতি আহমেদ রেজা রুবেল, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।
0 coment rios: