মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের পিতা আব্দুল হালিমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের সামনে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার প্রাক্কালে সেখানে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদে সদস্য মাসুদ অরুন,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজানা আলী,হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান।
জানাযা ও দাফনে মেহেরপুরের সর্বশ্রেণীর পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বুধবার বিকাল ৫ টা ১০ এ আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
0 coment rios: