ড. হাছান মাহমুদকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় । জবাবে তিনি বলেন, এটি আপনার কাছে আমি প্রথম শুনলাম, উনি কী মন্তব্য করেছেন। শোনা কথার ওপর মন্তব্য করা অনুচিত। আমি নিজে দেখে, পড়ে, জেনে এটি নিয়ে মন্তব্য করা উচিত। তবে এটুকু বলতে পারি, সেটি হচ্ছে মুহাম্মদ ইউনূস সাহেবের যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে এবং তিনি আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আবার জামিনও পেয়েছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ভারত এখন নির্বাচনমুখী। আগামী এপ্রিল-মে’র দিকে তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ভারতে নতুন সরকার গঠিত হবে। তারা নির্বাচন নিয়েই ব্যস্ত। অবশ্যই নিকট ভবিষ্যতে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মিয়ানমারে যে চলমান সমস্যা সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা বিষয়টি আসতে পারে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশ্বনেতৃবৃন্দের কাছে রোহিঙ্গা প্রসঙ্গ উত্থাপন করবো। মিয়ানমার যাতে তাদের নাগরিকদের পূর্ণ অধিকার দিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেই বিষয়ে কথা বলবো।
0 coment rios: