রিয়াজুল ইসলাম রিয়াজ, নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১১ দিন ব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে জেলা প্রশাসন এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১১ দিন ব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
বইমেলা চলবে প্রতিদিন বিকেল ৩ থেকে রাত ৯ টা পর্যন্ত। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অমর একুশের বই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার প্রমুখ। এবারে মেলায় ৩৫ টি স্টল অংশগ্রহণ করেছে। বইমেলার পাশাপাশি প্রতিদিন আলোচনা সভা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
0 coment rios: