চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দুই ফাইনালিস্ট। প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে ওঠে কুমিল্লা। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে একই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের মঞ্চে এসেছে ফরচুন বরিশাল।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) নিশ্চিত হয় ফাইনালের দুই প্রতিপক্ষ। এ দিনই ১ মার্চ (শুক্রবার) কখন শুরু হবে শিরোপার লড়াই, সেটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গণমাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার বিপিএলের দশম আসরের ফাইনাল শুরু হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়। বিপিএল টেকনিক্যাল কমিটির আহবায়ক রকিবুল হাসানের বিবৃতিতে আরও বলা হয়েছে বাড়ানো হয়েছে ফাইনালে দুই ইনিংসের মধ্য বিরতি বাড়ানো হয়েছে।
সাধারণত দুই ইনিংসের বিরতিতে ১০ মিনিট দেওয়া হয়। তবে ফাইনালের বিরতি থাকবে ২০ মিনিট। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হয়ে প্রথম ইনিংস চলবে ৮টায়। এরপর ৮টা ২০ মিনিটে শুরু হয়ে দ্বিতীয় ইনিংস শেষ হবে ৯টা ৫০ মিনিটে।
এর আগে ২০২১ বিপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিশাল-কুমিল্লা। সেবার জয় পেয়েছিল কুমিল্লা। মাঝে এক বছরের বিরতি। এরপর আবারও শিরোপা জয়ের মঞ্চে দেখা হচ্ছে দুদলের।
0 coment rios: