স্টাফ রিপোর্টার: ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপরাধ চক্রের মূল হোতা নয়ন সবুজ ও তাদের সাথে সংঘবদ্ধ ভাবে গড়ে উঠা কিশোর গ্যাং।
নয়নের কাছে মুক্তিযোদ্ধা মার্কেট এর ব্যবসায়ী রা ধরাসয়ী, ব্যবসায়ীদের কে জিম্মি করে চাঁদাবাজীই যার নেশা এবং মূল পেশা।
অদ্য ০৯/০১/২০২৪ ইং তারিখে জেনি মানি এক্সচেঞ্জ এর চাঁদবাজী করা নিয়েই ঘটে তুমুল সংঘর্ষ। জেনি মানি এক্সচেঞ্জ কর্নধার ইরান ও তার ফ্রেন্ড নাহিদ কে দেশী লাঠি ছোটা দিয়ে বেধরক মারধর করে। উক্ত ঘটনা বাধা দেওয়ায় মার্কেট কমিটির সাধারণ সম্পাদক টিটুকেও মারধর করে সে সময় মার্কেট কমিটির সভাপতি, আইন বিষয়ক সম্পাদক, এবং অন্যান্য সদস্য রাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন,
ঘটনাস্থল পরদর্শনে এসে পুলিশ কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম নাহিদ এবং ইরানকে তাদের হাত থেকে রক্ষা করেন, এবং তখন স্থানীয় অনেক গণ্যমান্য লোকজন ও উপস্থিত ছিলেন।
উক্ত বিষয় টি নিয়ে মার্কেট কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির বক্তব্য স্পষ্ট ফুটে উঠে তারাও এই চত্রের কাছে অসহায়। তারা দিনে দুপুরে রাস্তা ঘাটে লুটপাট করে মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে যানা যায় অন্যান্য আরো অনেক দোকানদার এর কাছ থেকেও তারা প্রতিনিয়ত চাঁদাবাজী করে। তাদের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলে না, মুখ খুললেই তাদেরকেও বিভিন্ন রকম হেনস্তার স্বীকার হতে হয়।
0 coment rios: