শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

নিবন্ধিত ৪৪ দলের মধ্যে তফসিলের পক্ষে ১৫টি দল, বিপক্ষে ১৭, নীরব ১২


নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বুধবার ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগসহ ১৫টি দল। 

 ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটি শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে তফসিলকে প্রত্যাখ্যান করে হরতাল ও অবরোধ ডেকেছে বিএনপি। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তফসিলের বিষয়ে নীরব থাকলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে আসবে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।  

বিএনপির পাশাপাশি তফসিল প্রত্যাখ্যানকারী অন্য দলগুলো হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), ইসলামী ঐক্য জোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম ও বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 আওয়ামী লীগের পাশাপাশি তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ।  তফসিলকে স্বাগত জানায়নি, প্রত্যাখ্যানও করেনি- এসব দলের মধ্যে রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ, খেলাফত মজলিস, বাংলাদেশ কংগ্রেস, গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এবং বাংলাদেশ জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: