রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান তৃণমূল বিএনপির নেতারা। বৈঠক চলে দুই ঘণ্টারও বেশি সময়।
গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, আলোচনার ব্যাপারে কিছু বলতে পারব না। এটি রাষ্ট্রীয় বিষয়। আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেনে নিন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃণমূল বিএনপি দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ফরমের মূল্য ৫ হাজার টাকা। শনি ও রোববার মোট ৭৮টি ফরম বিক্রি হয়েছে।
২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। একইসঙ্গে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে। দলটি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। অতি সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে তৃণমূল বিএনপি।
0 coment rios: