স্টাফ রিপোর্টার- রাজধানীর উত্তরায় কিশোর গ্যাং এর হামলার অভিযোগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আদালতে মামলা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন মোঃ হাসনাত জামান নামে স্থানীয় এক সমাজকর্মী।
অভিযোগে প্রকাশ, গত ২২ নভেম্বর কিশোর গ্যাং এর হামলা, ভাংচুর ও লুটপাটের শিকার হন স্থানীয় এই সমাজকর্মী।
ঘটনার পরপরই কিশোর গ্যাং গ্রুপটির ভয়ে হাসনাত জামান থানায় গিয়ে একটি জিডি করেছিলেন। জিডির বিষয়টি জানতে পেরে কিশোর গ্যাং গ্রুপটি সেদিন কয়েক দফা তার বাসায় হামলা চালিয়ে জিডি উঠানোর হুমকি দেয়। এরপর সেদিন বিকালে তার উপর হামলা ও প্রানঘাতি আক্রমন করে তার বাসা ভাংচুর ও লুটপাট করে।
এরপর হাসপাতাল থেকে ফিরে গত ২৪ নভেম্বর হাসনাত জামান থানায় মামলা করতে গেলে পুলিশ কোন মামলা নিতে অস্বীকার করে।
এরপর গতকাল ২৬ নভেম্বর আদালতে কিশোর গ্যাং ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং মামলা নিতে অনিচ্ছুক থানা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে মামলা করতে গেলে কিশোর গ্যাং এর হামলার শিকার হন হাসনাত জামান।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা-পূর্ব থানার এক তদন্ত কর্মকর্তা বলেন, “আমি এই নামে কাউকে চিনি না। এরকম কোনো বিষয় জানিও না। এরকম মিথ্যা অভিযোগ কেন করা হল তা বুঝতে পারছি না।”
আর উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসির এর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।