মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

মামলা করতে গিয়ে হামলার শিকার

মামলা করতে গিয়ে হামলার শিকার



স্টাফ রিপোর্টার- রাজধানীর উত্তরায় কিশোর গ্যাং এর হামলার অভিযোগে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আদালতে মামলা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন মোঃ হাসনাত জামান নামে স্থানীয় এক সমাজকর্মী।

অভিযোগে প্রকাশ, গত ২২ নভেম্বর কিশোর গ্যাং এর হামলা, ভাংচুর ও লুটপাটের শিকার হন স্থানীয় এই সমাজকর্মী।

ঘটনার পরপরই কিশোর গ্যাং গ্রুপটির ভয়ে হাসনাত জামান থানায় গিয়ে একটি জিডি করেছিলেন। জিডির বিষয়টি জানতে পেরে কিশোর গ্যাং গ্রুপটি সেদিন কয়েক দফা তার বাসায় হামলা চালিয়ে জিডি উঠানোর হুমকি দেয়। এরপর সেদিন বিকালে তার উপর হামলা ও প্রানঘাতি আক্রমন করে তার বাসা ভাংচুর ও লুটপাট করে। 

এরপর হাসপাতাল থেকে ফিরে গত ২৪ নভেম্বর হাসনাত জামান থানায় মামলা করতে গেলে পুলিশ কোন মামলা নিতে অস্বীকার করে।

এরপর গতকাল ২৬ নভেম্বর আদালতে কিশোর গ্যাং ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এবং মামলা নিতে অনিচ্ছুক থানা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে  মামলা করতে গেলে কিশোর গ্যাং এর হামলার শিকার হন হাসনাত জামান।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা-পূর্ব থানার এক তদন্ত কর্মকর্তা বলেন, “আমি এই নামে কাউকে চিনি না। এরকম কোনো বিষয় জানিও না। এরকম মিথ্যা অভিযোগ কেন করা হল তা বুঝতে পারছি না।”

আর উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসির এর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

উত্তরায় কিশোর গ্যাং এর হামলায় এক সমাজকর্মীর অবস্থা আশংকাজনক

উত্তরায় কিশোর গ্যাং এর হামলায় এক সমাজকর্মীর অবস্থা আশংকাজনক


স্টাফ রিপোর্টার- রাজধানীর উত্তরা  এলাকায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় কিশোর গ্যাং এর হামলায় মোঃ হাসনাত জামান নামে এক সমাজকর্মীর অবস্থা আশংকাজনক।

সরেজমিনে গিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় কিশোর গ্যাং এর উঠতি বয়সি বখাটে সদস্যরা প্রতিনিয়ত ইভটিজিং, মাদক ব্যবসা, অস্ত্রবাজী, চাঁদাবাজী ও মারামারিসহ খুন খারাপি করে আসছে। 


সম্প্রতি উত্তরা এলাকায় শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং ও নানা অশ্লীল আচরনে বাধা দেয় সমাজকর্মী হাসনাত জামান। এতে কিশোর গ্যাং ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে পরিকল্পিতভাবে হাসনাত জামানকে একা পেয়ে তাকে বেধরক মারধর করে। তারই জের ধরে গতকাল বিকালে পুনরায় ওই কিশোর গ্যাং গ্রুপটি হাসনাত জামানের উত্তরার ১৩নং সেক্টরের বাসায় এসে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট করে। এতে হাসনাত জামান মারাত্বকভাবে আহত হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


তার পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালের ঘটনার পরপরই কিশোর গ্যাং গ্রুপটির ভয়ে হাসনাত জামান থানায় গিয়ে একটি জিডি করেছিলেন। জিডির বিষয়টি জানতে পেরে কিশোর গ্যাং গ্রুপটি গতকাল সকাল থেকেই কয়েক দফা তার বাসায় হামলা চালিয়ে জিডি উঠানোর হুমকি দেয়।


এ ব্যপারে উত্তরা-পূর্ব থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফারুক বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই যাইনি। সময় পেলে এক সময় গিয়ে খোঁজ-খবর নেব।


এদিকে, থানায় অভিযোগ করার পর থেকে স্থানীয় সাংসদ ও কমিশনারের লোকজন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়া জন্য হাসনাত জামানের পরিবারকে চাপ দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।


উল্লেখ্য, রাজধানীর উত্তরা ও পার্শ্ববর্তী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের ভয়ংকর হয়ে উঠেছে। গত ৩ বছরে উত্তরা ও তুরাগ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাতে অন্তত ২০টি খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সম্প্রতি রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারের মর্মন্তুদ মৃত্যুর পেছনে রয়েছে কিশোর গ্যাংয়ের নিষ্ঠুরতা। বস্তুত চাঁদাবাজী, অস্ত্রবাজী, মাদক দিয়ে শুরু হলেও কালক্রমে গ্যাং সদস্যরা জড়িয়ে পড়ছে বড় কোনো অপরাধে; এমন কী ভয়ংকর খুনি হয়ে উঠছে, যা মোটেই কাম্য নয়। অভিযোগ রয়েছে, সরকারী দলের নেতারা ব্যক্তিস্বার্থ হাসিলে কিশোর গ্যাংয়ের সদস্যদের পৃষ্ঠপোষকতা করায় বন্ধ হচ্ছে না গ্যাং কালচার।

সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির বৈঠক



রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান তৃণমূল বিএনপির নেতারা। বৈঠক চলে দুই ঘণ্টারও বেশি সময়। 

গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, আলোচনার ব্যাপারে কিছু বলতে পারব না। এটি রাষ্ট্রীয় বিষয়। আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেনে নিন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃণমূল বিএনপি দলীয় প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ফরমের মূল্য ৫ হাজার টাকা। শনি ও রোববার মোট ৭৮টি ফরম বিক্রি হয়েছে।

২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। একইসঙ্গে ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হবে। দলটি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। অতি সম্প্রতি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে তৃণমূল বিএনপি। 

শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

নিবন্ধিত ৪৪ দলের মধ্যে তফসিলের পক্ষে ১৫টি দল, বিপক্ষে ১৭, নীরব ১২

নিবন্ধিত ৪৪ দলের মধ্যে তফসিলের পক্ষে ১৫টি দল, বিপক্ষে ১৭, নীরব ১২


নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বুধবার ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগসহ ১৫টি দল। 

 ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটি শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে তফসিলকে প্রত্যাখ্যান করে হরতাল ও অবরোধ ডেকেছে বিএনপি। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তফসিলের বিষয়ে নীরব থাকলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে আসবে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।  

বিএনপির পাশাপাশি তফসিল প্রত্যাখ্যানকারী অন্য দলগুলো হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), ইসলামী ঐক্য জোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম ও বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 আওয়ামী লীগের পাশাপাশি তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ।  তফসিলকে স্বাগত জানায়নি, প্রত্যাখ্যানও করেনি- এসব দলের মধ্যে রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ, খেলাফত মজলিস, বাংলাদেশ কংগ্রেস, গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এবং বাংলাদেশ জাতীয় পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আজ দলীয় মনোনয়ন ফরম কিনবেন শেখ হাসিনা, অন্যরা কাল থেকে

আজ দলীয় মনোনয়ন ফরম কিনবেন শেখ হাসিনা, অন্যরা কাল থেকে




প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেল তিনটায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন। এই সভা থেকেই তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে, উদ্বোধন করবেন মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। নিজের ফরম সংগ্রহ করে প্রধানমন্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করবেন। ৭ জানুয়ারি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা, গতবারের চেয়ে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। 

দলের মনোনয়নপ্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার, এই কার্যক্রম চলবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 

মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। 

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। [৫.৪] কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২১ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে। 

মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। 

বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করল ওমান

বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করল ওমান


 রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।


এক বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।



এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।