বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করে আরও বলেছেন, ‘আমরা যে টার্গেট নির্ধারণ করেছিলাম তা অ্যাচিভ করা যায়নি। তারপরও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া পণ্যের দাম কার্যকর করা যায়।’ শুক্রবার বিকালে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর ধাপসাগর পাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে শতকরা ১০ ভাগ রফতানি আয়ও বেড়েছে।’ তবে গত মাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন তিনি। এ সময় মন্ত্রীর নির্বাচনি এলাকা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এরপর তিনি তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করার জন্য রংপুর নগরীর বাসা ত্যাগ করেন।
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
Author: Dhaka71
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: