রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

মির্জা ফখরুল কারাগারে

মির্জা ফখরুল কারাগারে


 পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে ভাংচুরের মামলায় জামিন নামঞ্জুর করে রোববার রাত দশটায় দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রোববার রাত ৮ টা ৯ মিনিটে একটি সাদা মাইক্রোবাসে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায় পুলিশ। 

প্রথমে তাকে আদালতের হাজতখানায় নিয়ে রাখা হয়। আদালত বসার পর তাকে হাজির করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আলমগীরকে রোববার সকাল সাড়ে নয়টায় গুলশানের বাসভবন থেকে আটক করে ডিবি। পরে ডিবি কার্যালয়ে দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতে আদালতে নেওয়া হয়।

মঙ্গলবার থেকে সারাদেশে টানা ৩ দিন রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ বিএনপির

মঙ্গলবার থেকে সারাদেশে টানা ৩ দিন রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ বিএনপির

 


 রোববার বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজপথ, রেলপথ ও নৌপথে এই সর্বাত্মক অবরোধ পালন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী অনলাইন সংবাদ সেম্মেলনে ৭২ ঘণ্টার এ কর্মসূচি ঘোষণা দেন। 

তিনি বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ী বাড়ী তল্লাশি, হয়রানি, ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর এবং ১লা ও ২রা নভেম্বর দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচী পালন করা হবে।

আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কিছু না: শেখ হাসিনা

আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কিছু না: শেখ হাসিনা

 


রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সমাবর্তনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকন্যা ও সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর এই ডিগ্রি তুলে দেন। বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরে সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন চেয়েছিলেন তেমন বাংলাদেশ গড়াই আমার একমাত্র লক্ষ্য। আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কিছু না। প্রধানমন্ত্রী হলে বহু আগেই হতে পারতাম। কিন্তু আমি সেভাবে চাইনি। 

প্রধানমন্ত্রী বলেন, আমার একটাই লক্ষ্য ছিল, ক্ষমতা হবে জনগণের কল্যাণ সাধন করার। জাতির পিতা যেভাবে চেয়েছেন সেভাবেই দেশকে গড়ে তোলা। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। জাতির পিতার আদর্শ নিয়ে পথ চলায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। যা বাস্তবায়ন হবে ২০২৬ সাল থেকে। জাতির পিতার আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এই বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। অনেক দেশই আমাদের সঙ্গে হয়েছিল, অনেকেই পিছিয়ে গেছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছিল। অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর প্রকৃত ইতিহাস তুলে ধরা শুরু করি। ১৫ আগস্টের পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল। কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই ভাষণ বাঁজিয়েছিল এবং তা মানুষকে শুনিয়েছিল। আমি জানি না পৃথিবীর কোনো দেশে কোনো ভাষণ এতোবার শোনা হয়েছে কি না। আজকে সেই ভাষণ ইউনেসকো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক বিশ্ব প্রামাণ্য দলিলে মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে; যা বাঙালি জাতির ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে। শেখ হাসিনা বলেন, আমি চাই আমাদের ছাত্র-ছাত্রী ও শিক্ষক সবাই আমাদের এই যে অর্জনগুলো ধরে রাখেন। এর মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। জাতির পিতা এই বাংলাদেশের জন্য যে মহান আত্মত্যাগ করে গেছেন, সেটি আমাদের ভুললে চলবে না। কারণ তার ভাষা আন্দোলন, তার ইতিহাস আপনারা জানেন। সরকার প্রধান আরও বলেন, গত ১৫ বছর ধরে আমরা সরকার ক্ষমতায় আছি। ২০০৯ সাল থেকে আজকে ২০২৩, এটি এখন এক বদলে যাওয়া বাংলাদেশ। আজকের ছাত্র-ছাত্রীরা উপলদ্ধি করতে পারবে না ২০ বছর আগে কেমন বাংলাদেশ ছিল। সেখানে ক্ষুধা-দারিদ্র ছিল, বৈজ্ঞানিক কোনো কিছু ছিল না। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা চালু করি।প্রধানমন্ত্রী বলেন, অনেক ত্যাগের বিনিমিয়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছিলাম, সেটি বাস্তবায়ন করেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করার আমরা করে যাচ্ছি। 

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন এবং ১১ টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১০টা ৫০ মিনিটে শোভাযাত্রা নিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী আমন্ত্রিত অতিথিরা সমাবর্তনস্থলে প্রবেশ করে আসন গ্রহণ করেন। বেলা ১১টা ১০ মিনিটে সমাবর্তন উদ্বোধন করেন সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে বঙ্গবন্ধু ও সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পর্যায়ক্রমে ধর্মীয় গ্রন্থগুলো থেকে পাঠ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঢাবি ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ৫৪তম সমাবর্তন। এর আগে মোট ৫৩ জন স্বনামধন্য ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব ল‘স’ ডিগ্রি দেয়া হয়। ১৯৭০ সালে সর্বপ্রথম বাংলা ভাষায় সমাবর্তন বক্তব্য দেয়া হয়। 

নির্বাচন ভন্ডুলে আবারও সন্ত্রাসী পথ বেছে নিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

নির্বাচন ভন্ডুলে আবারও সন্ত্রাসী পথ বেছে নিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

 


বিএনপির রোববারের হরতাল ও আগের দিন পুলিশ পিটিয়ে হত্যার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেছেন, তারা রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী নয় বলে তারা রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করছে। রোববার (২৯ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 অনেকদিন ধরেই বিএনপি হামলার প্রস্তুতি নিচ্ছিল দাবি করে তিনি আরো বলেন, এ সব হামলা বিএনপির পূর্বপরিকল্পিত। দলটি ঐতিহ্যগতভাবে সন্ত্রাসী সংগঠন। কানাডার আদালত ৬ বার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে। ২০১৩-১৪ সালে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে দেশের বিচার ব্যবস্থাকে অপমান করা বিএনপির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে দলটির সাধারণ সম্পাদক বলেন, গত দুইদিন তারা কী করে নাই? বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট আবারও নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। নৃশংস হামলা চালিয়ে একজন পুলিশ সদস্যকে প্রকাশ্য দিবালোকে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে আগুন- এগুলোই তারেক রহমানের টেকব্যাক বলে দাবি করেন ওবায়দুল কাদের। 

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শাহজাহান খান, লে. কর্নেল (অব) মো. ফারুক খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন। 

কনস্টেবল আমিরুল হত্যায় গ্রেপ্তার দুজন বিএনপির সদস্য: ডিএমপি কমিশনার

কনস্টেবল আমিরুল হত্যায় গ্রেপ্তার দুজন বিএনপির সদস্য: ডিএমপি কমিশনার


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, শনিবার একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। সেখানে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিহত পুলিশ সদস্যের জানাজা শেষে এসব কথা বলেন তিনি। কনস্টেবল হত্যায় পল্টন থানার মামলায় শামীম রেজা ও মো. সুলতানকে গ্রেপ্তার করে পুলিশ। শামীম গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক। তাকে সেখানে থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে ডেমরা এলাকা থেকে।

 তিনি আরও বলেন, এই নৃশংস ঘটনার যেন ন্যায় ও যোগ্য বিচার হয়, এজন্য যা যা কিছু করা দরকার ডিএমপির পক্ষ থেকে করা হবে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের পর ছবি মিলিয়ে দুজনকে শনাক্ত করে গাইবান্ধা থেকে একজন এবং ঢাকার ডেমরা থেকে একজনকে গ্রেপ্তার করেছি। খোঁজ নিয়ে ও জিজ্ঞাসাবাদে জানা গেছে- দুজনই বিএনপির রাজনীতিতে জড়িত। 

 হাবিবুর রহমান বলেন, কনস্টেবল আমিরুল  পুলিশের গর্বিত সদস্য। তাকে কীভাবে পিটিয়ে ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার মৃত্যু নিশ্চিত করার পরও কীভাবে তাকে লাথি দেওয়া হয়েছে- যা তাকে শুধু অপমান নয়, পুরো পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত ও কাদের ইন্ধন রয়েছে, তাদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। সেসময় একটি রাজনৈতিক দলের সমাবেশ হয়েছিল, সেখানে দলটির সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একাধিক স্থানে হামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও গেট ভাঙা হয়েছে। বিএনপির হামলার এ উদাহরণকে আমরা বর্তমানে ফিলিস্তিনে গাজা উপত্যকায় যেভাবে হামলা চলছে তার সঙ্গে মেলাতে পারি। ১৯৭১ সালে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর হাতেও এমন হামলা আমরা দেখিনি।

তিনি আরও বলেন, ১১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। কারো কারো অবস্থা সংকটাপন্ন। একটু আগে খবর পেয়েছি আরও এক পুলিশ সদস্যের জীবন সংকটাপন্ন হামলাকারীদের অনেকে সাংবাদিক বেশে এসেছিল। তারাও এসেছিল ব্যাগ নিয়ে। ব্যাক-প্যাকের ভেতর থেকে বের হয়েছে ককটেল। আমি মনে করি, বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব করা হচ্ছে। কেবল পুলিশ, নির্দিষ্ট জনগোষ্ঠী রাজনৈতিক জনগোষ্ঠী নয়, পুলিশ সাংবাদিকসহ নগরবাসী মিলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি গ্রেপ্তার, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, মির্জা ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এরপর যদি তেমন কিছু তদন্তে পাই তখন দেখা যাবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 এদিকে জানাজার নামাজ পূর্ব বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বিএনপি মহাসমাবেশের নামে ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও পুলিশ সদস্যকে হত্যা করেছে। তার পরিবারের ক্ষত হয়তো পূরণীয় নয়। তবে আমরা ডিএমপি আমিরুলের পরিবারের পাশে থাকবো। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবে ডিএমপি। এদিকে বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আমিরুলের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আইজিপি, ডিএমপি কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আইজিপি ও ডিএমপি কমিশনার গভীর শোক প্রকাশ করেন।

রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

ক্যাপ্টেন শাহাদাত এর অভিনব প্রতারনা, টার্গেট করেন মাঝ বয়সী বিবাহিত নারী ও উঠতি তরুনী।

ক্যাপ্টেন শাহাদাত এর অভিনব প্রতারনা, টার্গেট করেন মাঝ বয়সী বিবাহিত নারী ও উঠতি তরুনী।

 

সাবিনা ইয়াসমিন, রিপোর্টারঃ  এ যেন প্রতারণা নয় যেন এক শিল্পকর্ম। এ শিল্প তা কে এনে দেয় কাড়ি কাড়ি কড়ি সাথে নিত্য নতুন সুন্দরী নারী। এ শিল্পের কারিগর কোন সাধারণ মানুষ নয়, তিনি একাধারে ক্যাপ্টেন আবার একই সাথে পাইলট এ যেন একই মানুষের একই অঙ্গে বহুরূপের অধিকারী চিরসবুজ ও তরুণ ব্যক্তিত্ব নাম তার শাহাদত হোসেন চির সবুজ প্রবীণ ৬৫ বছরের হলেও তিনি যেন এক তরতাজা উদ্দীপ্ত তরুণ।

তিনি অনেক বিত্তবৈভবের মালিক সর্বত্র প্রচার করেন। বিশেষত সুন্দরী নারী থাকে তার মূল আকর্ষণ। যেসব নারীরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন তিনি হয়ে দাঁড়ান তাদের স্বপ্নদ্রষ্টা। দেবতুল্য এই মানুষটি বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কখনো টার্গেটকৃত নারীদের নিয়ে যায় কোন দামী রেস্টুরেন্ট এ আবার কখনও নিজের দামী গাড়িতে। তার কথার মায়াজালে প্রলুব্ধ হয়ে অবলা নারী যেন খুঁজে পায় আলাদীনের প্রদীপের ন্যায় তরতরীয়ে উপরে উঠার সিড়ি। আদতে এ নয় কোন প্রদীপ এ যেন প্রতারনার এক নতুন ফাঁদ।

আকৃষ্ট করার জন্য তিনি বলেন সুন্দর সুন্দর কথা, রোমান্টিক  মুডে কথা বলার মাধ্যমে সাথের মানুষটিকে দেখান আকাশ ছোঁয়ার স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের সিড়ি হিসেবে প্রথমে নিয়ে যান নিজের হোটেলের স্যুটে যার ভবিষ্যত মালিক হবেন ওই সুন্দরী নারী  বিনিময়ে কিছুই সে চায় না, চায় শুধু ভালোবাসা কেননা তার বর্তমান স্ত্রী তাকে ভালবাসেন না, স্ত্রী তাকে করেন অবহেলা, জীবনের এ পড়ন্ত বিকেলে তিনি চান এমন একজন সারথি যাকে তিনি সব কিছু দিয়ে গড়ে দিবেন এক মহাবিশ্ব। 

তার বিত্ত ভৈবের ফিরিস্তিতে আছে ধানমন্ডিতে বাড়ি, কক্সবাজারে হোটেল, মোহাম্মদ পুর এর কমার্শিয়াল প্লেস, মিরপুর এর কমার্শিয়াল প্লেস, বসিলায় বিঘায়-বিঘায় জমি, পূর্বাচল এ বিশাল প্লট, এছাড়া ও ঢাকার আনাচে কানাচে সহ সাড়া দেশে অঢেল সম্পদ। বিশ্বাস অর্জনের জন্য প্রথম প্রথম কিছু টাকা ও দেন। আবার কখনো  এনবিআর এর ঝামেলা এড়ানোর জন্য তরুণীদের সাথে নিয়ে  তরুণীর আই.ডি কার্ড দিয়ে নিজের একাউন্ট থেকে টাকা উত্তোলন করান, তার মাধ্যমে তরুণীর মধ্যে পরিপূর্ণ বিশ্বাস জন্মায় যে এ মানুষটি অনেক অর্থের মালিক। 

এই বিশ্বাসের এক পর্যায়ে নারীর শরীর নেয়ার পরে নজর দেন নারীর টাকা পয়সা ও সম্পত্তির দিকে, এক পর্যায়ে তিনি নারী কে জানান তিনি আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায় করতে গিয়ে ধরা খেয়েছেন এখন তার টাকা দরকার তাই অনেক দামী সম্পদ কম দামে বিক্রি করবেন, তার কোন কেনার লোক থাকলে আরও কমে দিবেন ফলে ঐ নারী নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা দেন তাকে ডিড ডকুমেন্টসও দেন কিন্তু দেন না সম্পদের দখল ও রেজিষ্ট্রেশন।  এক পর্যায়ে এ সকল নারীরা সব হারিয়ে হয়ে পড়েন অসহায়,  কেউ হারান পিতার পরিবার কেউ হারান সাজানো সংসার। আমাদের অনুসন্ধানে অনেক নারীর তথ্য এসেছে কারও কাছে প্রমান আছে কারও কাছে নেই।  

এরকমই এক নারী যার বাড়ি নারায়ণগঞ্জ এ নারীর কাছ থেকে তিনি হাতিয়ে নিয়েছেন ২,৩০,০০,০০০/- (দুই কোটি ত্রিশ লক্ষ) টাকা। এ নারীকে টাকা না দিয়ে উল্টো হুমকি দেন নারীর চরিত্র নিয়ে নিউজ করা হবে বলে কথিত পোষা সাংবাদিক দিয়েও হুমকি দেন। উপায় না পেয়ে ঐ নারী মামলার পথ বেছে নিয়েছেন।

সমাজ বিশ্লেষকদের মতে, সমাজে নারীদের সচেতনভাবে পথ চলা উচিত এবং যেকোন বিরূপ পরিস্থিতিতে আইনের আশ্রয় নেয়া শ্রেয়। সাথে সংশ্লিষ্ট পরিবারেরও উচিত প্রতারিত নারীদের দূরে ঠেলে না দিয়ে পাশে দাড়ানো।

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

নির্বাচনের বিষয়ে বাংলাদেশের সাথে একমত হয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস

নির্বাচনের বিষয়ে বাংলাদেশের সাথে একমত হয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস

 


শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারের বৈঠক অনুষ্ঠিত হয়ে। বৈঠকে নির্বাচনের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়াও উভয় দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোমবার (১৬ অক্টোবর) বৈঠকের পর ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়। ঢাকার যুক্তরাষ্ট্র মিশন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আলোচনায় প্রাধান্য পেয়েছে মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন এবং সরকারি প্রচেষ্টা নিশ্চিত করা। বৈঠকে বাংলাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তাদের ভোট দেয়ার বিষয়টি গুরুত্ব পায়। এর আগে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আফরিন আক্তার মূলত দুটি ইস্যুতে আলোচনা করতে বাংলাদেশে আসবেন। একটি হলো রোহিঙ্গা সমস্যা, অন্যটি জাতীয় নির্বাচন। এছাড়া উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

যে কোনো মূল্যে যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

যে কোনো মূল্যে যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন হবে। বিএনপির নির্বাচন বানচালের আন্দোলন উপেক্ষা করে জনগণ অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বিটিভি, বাসস, ইউএনবি শনিবার রাজধানীর কাওলায় সিভিল এভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত ৭ অক্টোবর এই জনসভা করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে সেদিন সমাবেশ না করে কর্মসূচী পেছানো হয়। শেখ হাসিনা বলেন, বিএনপির মতো লুটেরা, দুর্নীতিবাজ, খুনি, ডাকাত ও চোরেরা ক্ষমতায় এলে তারা শুধু দেশকে ধ্বংস করে দেবে। তারা যেন দেশকে ধ্বংস না করে, এজন্য একমাত্র নৌকা প্রতীকই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের প্রতি আমার আহ্বান, আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট দিন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়ে দ্বিধায় রয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাদের নেতা কে হবেন? তাদের প্রধানমন্ত্রী কে হবেন? সেই দুর্নীতিবাজ পলাতক অপরাধী নাকি এতিমদের টাকা আত্মসাৎকারী তা স্পষ্ট নয়। তাই বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমি জনগণকে সতর্ক থাকার অনুরোধ করব, যাতে বিএনপি তা করতে না পারে। আপনারা যদি উন্নয়ন চান তাহলে ভোট দিন, যদি ধ্বংস চান তাহলে বিএনপি-জামায়াতকে ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনসমর্থন ছাড়া কোনো জায়গায় ধর্ণা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। খালেদা জিয়া ভোট চুরি করেছিলেন। তাই তাকে পদত্যাগ করতে হয়েছিলো। কারণ বাংলাদেশের মানুষ ভোটচোরাদের ক্ষমতায় রাখে না। আন্দোলনের মধ্যদিয়ে আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি। ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সরিয়ে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করেছি। আইন করে নির্বাচন কমিশন গঠন করেছি, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়। 

 তিনি বলেন, অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস করে দেবে। পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার ও বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো বলেই এসব কাজ করা সম্ভব হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুরো ঢাকা শহরকে ঘিরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। শহরের সব রেলক্রসিংয়ে ওভারপাস করা হবে।তিনি বলেন, বন্দুকের নলে ক্ষমতায় আসা বিএনপি সব সময় আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা করেছে। বিএনপি জামায়াত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তার হৃদয়ে পাকিস্তান, পেয়ারে পাকিস্তান। তারেক রহমানের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তার মা মরে মরে অবস্থা। সে কেনো মাকে দেখতে আসে না? আমি তো বলব-সে তার মাকে দেখতে আসুক। আজ খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য বিএনপি অনশন করে। কিন্তু বিদেশে নেবে কে? ছেলে তো আসে না। কোকো মারা যাওয়ার পর বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে আসার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, অনেকে রিজার্ভ নিয়ে প্রশ্ন  তোলেন। রিজার্ভের টাকা আমরা মানুষের কল্যাণে ব্যয় করেছি। করোনার টিকা কিনেছি। খাদ্য ও জ¦ালানিসহ প্রয়োজনীয় সব দ্রব্য আমদানি করেছি। কাওলার সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরীর বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন কাওলা মাঠে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে বিশেষ সভা অনুষ্ঠিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে বিশেষ সভা অনুষ্ঠিত

 


এম এ হানিফ রানা - সিনিয়র স্টাফ রিপোর্টা: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উদ্যোগে ১২/১০/২০২৩ খ্রি. সকাল ১২.০০ ঘটিকায় জিএমপি সদরদপ্তরের সভাকক্ষে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে  উক্ত বিশেষ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ জিয়াউল হক (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আহমার উজ্জামান, পিপিএম সেবা (ক্রাইম এন্ড অপারেশন), গাজীপুরস্থ র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার, কৃষি বিপণন, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিগণ এবং জিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণ, প্রতিকার এবং পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে গাজীপুরের অনেক স্হান

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে গাজীপুরের অনেক স্হান


এম এ হানিফ রানা - সিনিয়র স্টাফ রিপোর্টার: গত দুই দিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে গাজীপুরের অনেক স্হান। এটা নতুন নয়, তবে বাহানা গুলো দ্বায়িত্বশীল ব্যাক্তিদের কাছে নতুন নতুন ভাবে শুনতে হয় ঘটনার পরে। উন্নয়নের ফুলঝুরি শুনালেও বাস্তবে সেই উন্নয়ন কমই ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষদের। গাজীপুর সিটির ২৭ নং ওয়ার্ডের গনির টেকের নিয়ামত সড়ক থেকে নীনা মোস্তফার বাড়ী হয়ে কলাবাগান সড়কের সাথে মিলিত রাস্তার ভয়াবহ চিএ সবারই জানা। রাস্তা সারা বছরই পানির তলে। রাস্তা মুছে সেখানে জঙ্গল হয়ে আছে। ফলে হাজার হাজার মানুষের অনেকখানি রাস্তা ঘুরে যেতে হচ্ছে। আর অল্প বৃষ্টিতেই বাড়িঘরের ভীতরে পানি ডুকে যাচ্ছে। সেই সাথে দূষিত পানির সাথে সাপ ও বর্তমানে ডেঙ্গুর ভয় তো আছেই। এই রাস্তা নিয়ে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবের সাথে একাধিক বার যোগাযোগ করলেও বিভিন্ন বাহানায় এড়িয়ে যাচ্ছেন বারবার। যেনো উন্নয়নের চেয়ে বাহানা বেশি। সাধারণ মানুষদের  ভাষ্য গত ১২ বছরেও এই রাস্তার কোন উন্নয়ন হয়নি। অথচ একি কাউন্সিলর আছেন তিন মেয়াদে রানিং। 

শুধু এই রাস্তাই নয়,  জয়দেবপুর বাজার রোডেও অল্প বৃষ্টিতে হাটু পানি জমে যায়। পানি নিষ্কাশনের সঠিক উদ্যোগ না থাকায় এই ভোগান্তিতে পরছে বলে মনে করেন সাধারণ মানুষজন। গনি মুন্সির টেক, বাজার রোড, চৌরাস্তা সহ অনেক জায়গাতেই  হাটু পানির উপরে। ৪ তারিখ বৃষ্টিতে চিএ ছিল আরো ভয়াবহ। যারা ঢাকা থেকে রওনা দিয়েছেন সকালে তারা রাত গভির রাতেও বাসায় ফিরতে হিমসিম খেতে হয়েছে। কারন রাসৃতা ভাঙ্গার পাশাপাশি গভির জল। গাজীপুরের উন্নয়ন কাজ চলছে কয়েকবছর ধরে। ফলে ভাঙ্গা খানাখন্দের জেলাতে পরিনত হয়েছে গাজীপুর। ধীরগতির কারনে সেই ভোগান্তি আরো চরমে পৌছেছে। অল্প বৃষ্টি বা পানি জমলেই জনজীবনে দূর্বিষহ চিএ ফুটে উঠে। 

বিভিন্ন পানি বন্দী জায়গা পর্যবেক্ষণ করে জানা গেছে উন্নয়নের নামে ধীরগতি আর সঠিক ড্রেনেজ ব্যবস্হা না থাকার ফলে অল্প বর্ষনেই পানি জমে যাচ্ছে গাজীপুরের অনেক স্হানে। যদি দ্বায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিগন কথার ফুলঝুরি না বিছিয়ে সঠিক ভাবে এ সমস্ত সমস্যা চিহ্নিত করে কাজ করতেন তবে মানুষের এমন দূর্বিষহ কষ্ট ভোগ করতে হতো না বলে তারা মনে করেন।

নেইমার কন্যা সন্তানের বাবা হলেন

নেইমার কন্যা সন্তানের বাবা হলেন


ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র কন্যা সন্তানের বাবা হয়েছেন। শনিবার তার সন্তানের মা প্রেমিকা বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের সাথে একটি ছবি পোস্ট করেন। যেখানে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার ও বিয়ানকার্ডিকে। এর আগে, বিভিন্ন সময়ে প্রেম, ব্রেকআপ ও প্রতারণার অভিযোগের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই জুটি।

শনিবার সকাল ৭টার দিকে বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেন, আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। স্বাগতম, তোমাকে! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ। এর আগে, চলতি বছরে জুন মাসে নেইমার ও বিয়ানকার্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে জানিয়েছিলেন তাদের ঘরে কন্যা সন্তান আসতে যাচ্ছে। 

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন আজ

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর পরই বিমানের একটি ফ্লাইট আকাশে উড়বে থার্ড টার্মিনাল ব্যবহার করে।  বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী, তারই অংশ হিসেবে ‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ শ্লোগান নিয়ে আজ এই সফট ওপেনিং (আংশিক উদ্বোধন)। বিমান সংশ্লিষ্টরা ভীষণভাবে অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণটির জন্য। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দৃশ্যমান টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন। আমরা বলতে পারি তৃতীয় টার্মিনালটি প্রধানমন্ত্রীর এভিয়েশন হাব গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রথম মাইলফলক। বাসস

বেবিচক চেয়ারম্যান জানান, নতুন টার্মিনালের ৯০ শতাংশ কাজ সফট লঞ্চিংয়ের জন্য সম্পন্ন হয়েছে। শনিবার থেকে এয়ারলাইন্সগুলো টার্মিনালের নতুন পার্কিং পে ব্যবহার করতে পারবে। সিস্টেম ইন্টিগ্রেশন এবং ক্যালিবারেশন সম্পন্ন হওয়ার পর তৃতীয় টার্মিনালটি আগামী বছরের শেষে যাত্রীদের ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে চালু হবে। তিনি বলেন, নতুন টার্মিনালটি সমস্ত বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং যাত্রী পরিষেবা দিয়ে দেশের ভাবমূর্তি পাল্টে দেবে। পর্যাপ্ত প্রাকৃতিক আলোসহ থার্ড টার্মিনালের ফ্লোর এবং সিলিংয়ে নজরকাড়া প্যাটার্নের বৈশিষ্ট্যগুলো খুবই পরিশীলিত। যাত্রীরা নতুন টার্মিনালের বিশ্বমানের সুবিধার প্রশংসা করবেন যা আমরা এখানে আগে কখনো পাইনি। বেবিচক জানায়, তৃতীয় টার্মিনালের ডাবল এন্ট্রি ব্রিজ সহ ১২টি বোর্ডিং গেট আগামী বছরের মধ্যে চালু হবে এবং পরবর্তী ১৪টি বোর্ডিং সেতু পরবর্তীতে স্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।

২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের তৃতীয় টার্মিনাল প্রকল্পটি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এই প্রকল্পে সরকারের অর্থায়ন ৫ হাজার কোটি টাকা। বাকিটা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ৫ লাখ ৪২ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে, তৃতীয় টার্মিনালে ২ রাখ ৩০ হাজার বর্গ মিটারের একটি ফ্লোর স্পেস, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপার্চার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি আগমন ইমিগ্রেশন এবং ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে। টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর ঢাকা বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। এতে বার্ষিক যাত্রী হ্যান্ডলিং ক্ষমতা হবে ২ কোটি ৪০ লাখ, যা এখন মাত্র ৮০ লাখ।  

৩৭টি নতুন এয়ারক্রাফট পার্কিং এরিয়া এবং এপ্রোন এলাকায় সংযোগকারী দুটি ট্যাক্সিওয়ের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তৃতীয় টার্মিনালটি একটি মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার সাথে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে যাত্রীরা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ এবং প্রস্থান করতে সক্ষম হয়। নতুন টার্মিনালটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ভূগর্ভস্থ রেলপথ (এমআরটি-৫, কমলাপুর থেকে বিমানবন্দর অংশ) এবং একটি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত হবে। এছাড়া আশকোনা হজ ক্যাম্প থেকে আন্ডারগ্রউন্ড টানেলের মাধ্যমে হজযাত্রীরা তৃতীয় টার্মিনালে যেতে পারবেন। তৃতীয় টার্মিনালটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অধীনে একটি জাপানি কোম্পানি দ্বারা পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রমের আগেই বিভিন্ন বিদেশী এয়ারলাইন্স ঢাকা বিমানবন্দর থেকে তাদের কার্যক্রম শুরুর আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, এটি দেশের এভিয়েশন সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে একটি বড় ভূমিকা পালন করবে। 

শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী

বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করে আরও বলেছেন, ‘আমরা যে টার্গেট নির্ধারণ করেছিলাম তা অ্যাচিভ করা যায়নি। তারপরও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া পণ্যের দাম কার্যকর করা যায়।’ শুক্রবার বিকালে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর ধাপসাগর পাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে শতকরা ১০ ভাগ রফতানি আয়ও বেড়েছে।’ তবে গত মাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হচ্ছে বলে স্বীকার করেন তিনি। এ সময় মন্ত্রীর নির্বাচনি এলাকা রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এরপর তিনি তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করার জন্য রংপুর নগরীর বাসা ত্যাগ করেন।

সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী


শুক্রবার বিকেল চারটায় গণভবনে শুরু হয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, চলে সোয়া এক ঘণ্টা। বেশ উৎফুল্ল এবং সপ্রতিভ দেখা গেছে সরকারপ্রধানকে। বিভিন্ন বিষয়ে স্বভাবসুলভ রসিকতাও করেছেন। ১৫ মিনিটের লিখিত বক্তব্যে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার কর্মসূচীগুলোর কথা জানান। তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় এবারবার অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। 

দিল্লিতে জো বাইডেনের সঙ্গে সেলফি এবং ওয়াশিংটনে মার্কিন সরকারের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়; নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না। প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। সে অনুযায়ী, আমরা সবার সঙ্গেই বসতে পারি। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের কেনো এতো মাথাব্যথা? নির্বাচনের ব্যাপারে আমাদের নিজেদেরও দোষ আছে। নির্বাচন নিয়ে তাদের কাছ থেকে কথা শুনতে হয়, এটা দুর্ভাগ্যজনক। যখন দেশে অবৈধভাবে ক্ষমতা দখল হয়েছিলো, নির্বাচনকে পরিণত করা হয়েছিলো; তখন কিন্তু তারা কথা বলেনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জোট ২০০৮ সালে ২৯টি সিট পেয়েছিল। পরে ১টা বেড়ে ৩০ হয়। এই জোট ২০১৪ সালে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করেছে। মানুষ হত্যা করেছে। 

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স প্রবর্তন করেছি। আমরা আওয়ামী লীগই রক্তক্ষয়ী সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছি। তাদের (বিদেশিদের) বলে দিয়েছি, আমাদেরকে নির্বাচন শেখাতে হবে না। আওয়ামী লীগের শাসনামলে দেশের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমার সন্দেহ আছে, এই উন্নয়ন ঠেকানোর জন্য কেউ কিছু করছে কি না। নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের তৎপরতা উল্লেখ করে বলেন, সন্দেহ হয়, অবাধ নির্বাচন নিয়ে এতো মাতামাতি কেনো? আসল উদ্দেশ্য নির্বাচন বানচাল করে দেওয়া কি না, সন্দেহ থেকে যায়। 

 তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকতে হবে। বিরোধী দল থাকতে হবে। কিন্তু সংসদে যাদের একটা সিটও নাই, তার বিরোধী দল হতে পারে না। আমরা ওয়েস্টমিনস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চা করি। সংসদে আসন না থাকলে বিরোধী দল বলা যায় না। রাস্তায় ঘেউ ঘেউ করে বেড়ালে তাকে বিরোধী দল ধরা হয় না।  মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন কি না, এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে কেউ কিছু বলেননি। ২০০৭ সালের অভিজ্ঞতার পর আবারো তত্ত্বাবধায়ক চান, এই প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, এই ব্যবস্থা বিএনপিই নষ্ট করেছে। 

বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

ইশতেহার প্রণয়নে আ. লীগের গণবিজ্ঞপ্তি

ইশতেহার প্রণয়নে আ. লীগের গণবিজ্ঞপ্তি



নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ মঙ্গলবার নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী একমাত্র রাজনৈতিক দল। বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই এসেছে। শুধু স্বাধীনতা অর্জন কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব চিরস্থায়ী ও টেকসইকরণ এবং এর অর্থনীতির মজবুত ভিত্তিমূল জাতির পিতা তৈরি করে গেছেন। জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিরাপত্তা ও মুক্তি অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পথনকশা ও নির্দেশনা তিনি দিয়ে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই পথনকশা ও নির্দেশনা বাস্তবায়নে তাঁর চার মেয়াদে দেশে যুগান্তকারী উন্নয়ন সাধন করেছেন। পিতার পর কন্যার হাত দিয়েই জাতির ভাগ্য পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।

বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিটি নির্বাচনী ইশতিহারে জাতিকে প্রদত্ত প্রতিটি অঙ্গীকার শতভাগ প্রতিপালন করেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রতিটি ইশতেহারেই সরকারের নির্দিষ্ট মেয়াদের বাইরে দীর্ঘমেয়াদি নানা উন্নয়নের পথনকশা ছিল। এর প্রতিটিই অত্যন্ত সুচারুভাবে বাস্তবায়িত হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপ-কমিটির ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এই উপ-কমিটির আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবলমাত্র একটি দলীয় ইশতেহার নয়। এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে সেটি গুরুত্বপূর্ণ।

আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আবারো সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে এ বিষয়ে আগামী ২০ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে মতামত প্রেরণের জন্য দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কমিউনিটি লিডারগণকে অনুরোধ করা যাচ্ছে।

মতামত প্রেরণের ঠিকানা

সদস্য সচিব, নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা ১০ অক্টোবর

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা ১০ অক্টোবর


ঢাকা-ভাঙ্গা রেলপথ আগামী ১০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেই ট্রেনে করেই পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন তিনি।

জনসভা সফল করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নীতি নির্ধারক, প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, ‘অনেক বাধা-বিপত্তি আর নাটকীয়তার অবসান ঘটিয়ে আগামী ১০ অক্টোবর ভাঙ্গায় জনসভা করবেন। বিরোধীরা অনেক চেষ্টা চালিয়ে ছিল জনসভাকে বানচাল করতে। কিন্তু তাদের আশা ভন্ডুল হয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটা জিনিস স্পষ্ট ভাঙ্গার লোকদের জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক বাধার পরেও ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভা করতে রাজি হয়েছেন। সেটা ফরিদপুরের পক্ষে তিনি একটা দোয়ার বরকত দিচ্ছেন আমাদের।’

তিনি আরও বলেন, ‘আমরা নেত্রীর বক্তব্য শুনতে চাই। সে কারণে আমরা যতদূরসম্ভব জনসভা সফল করতে লোকের সমাগম বেশি করে ঘটাব, যেন নেত্রী বুঝতে পারেন ভাঙ্গার জনগণ তাকে অনেক ভালোবাসেন। ১০ অক্টোবর খেলা হবে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীসহ ইউনিয়ন ও পৌর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

দাবি ওবায়দুল কাদেরের  আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে

দাবি ওবায়দুল কাদেরের আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের আপস হয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ-এ তিনি এসব কথা বলেন।


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লিকে আমেরিকার প্রয়োজন। আমরা আছি দিল্লি আছে, দিল্লি আছে আমরাও আছি। শেখ হাসিনা সব ভারসাম্য করে ফেলেছেন। সবার সঙ্গে বন্ধুত্ব। আর কোনো চিন্তা নাই। নির্বাচন হবে, খেলা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, এটা সঠিক সময় অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া ছাড়া ইলেকশনে না যাওয়ার হুমকি বিএনপি আর কত দেবে? বিএনপি খালেদা জিয়া ছাড়া নির্বাচন করবে না, এ কথা একেবারেই মিথ্যা। তাদের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য একটি আন্দোলনও করতে পারলেন না।’

তিনি বলেন, ‘বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশের সম্পদ চুরি, লুটপাট, ষড়যন্ত্র সন্ত্রাস করবে। গণতন্ত্রকেও গিলে খাবে। আবারও এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। তাদের নেতা কাপুরুষের মতো লন্ডনে পালিয়ে বেড়াচ্ছে কেন. সাহস থাকলে ঢাকায় আসুক।’জনগণকে শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা ছাড়া জনপ্রিয়, বিশ্বস্ত এবং সাহসী নেতা আর নেই। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনার রাতের ঘুম হারাম।’