বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে



বিশ্বকাপের আনুষ্ঠানিক শুরুর বাকি আর ৭ দিন। অংশগ্রহণকারী দেশগুলো এখন আছে ভারতেই সেখানেই কন্ডিশনিং এবং অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। দ্বিপাক্ষিয় সিরিজের মত প্রস্তুতিপর্ব শেষে এখন শুধু মাঠে নামার অপেক্ষা। গৌহাটি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। চূড়ান্ত প্রস্তুতির আগে বাংলাদেশ ক্রিকেট অবশ্য দাঁড়িয়ে আছে টালমাটাল এক পরিস্থিতিতে। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছেন দেশের ক্রিকেটের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তবে এসব পার করে এখন বাংলাদেশকে নামতে হবে মাঠের ক্রিকেটে।


আগেই জানা হয়েছিল, বিশ্বকাপের আগে ভারতে অন্তত দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের আরেক প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচ ভেন্যু গৌহাটি শহরেই বর্তমানে অবস্থান করছে বাংলাদেশ দল। ২ অক্টোবর হবে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। অবশ্য শুধু বাংলাদেশ না, বিশ্বকাপের আগে এমন প্রস্তুতি ম্যাচ সুযোগ পাবে সবকটি দেশই। বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।     

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। আর ৫ অক্টোবর গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

 বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। সূত্র : আমাদের সময়.কম 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: