বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, বর-কনেসহ নিহত ১১৩

 


এ ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দেড় শতাধিক। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় গভীর রাতের এ বিয়ের অনুষ্ঠানর চলছিল। হঠাৎ সেখানে আগুন ধরে যায়। সূত্র: অ্যারাব নিউজ, বিবিসি, রয়টার্স বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরবেলায়ও বিয়ের সেই অনুষ্ঠানে পুড়ে যাওয়া ভবনে উদ্ধার তৎপরতা চালান জরুরি বিভাগের কর্মীরা। ইরাকের নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইরাকের রাষ্ট্রীয় গণমাধমে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ বলে উল্লেক করা হয়েছে। বর-কনের নিহত হওয়ার বিষয়ও এসব গণমাধ্যম নিশ্চিত করেছে।


 কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আতশবাজি ফাটানোর পরেই আগুন ছড়িয়ে পড়ে। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য প্যানেল আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করে বলে ধারণা করা হচ্ছে। এ দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডের ফলে যে হলে অনুষ্ঠান চলছিল তার একাংশ ধসে পড়ে।’  অগ্নিনির্বাপক কর্মীদের জীবিতদের সন্ধানে ভবনের ধ্বংসাবশেষের ভেতর প্রবেশ করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ভবনটিতে যখন আগুন ছড়িয়ে পড়ে তখন সেখানে শত শত মানুষ আনন্দ উদযাপন করছিলেন।দুর্ভাগ্যজনক এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণসহ সকল সহায়তা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: