বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে বলার মত কোনো কিছু নেই। চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বলার সিদ্ধান্ত হলে অবশ্যই তা জানানো হবে। সাবেক এই প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, সরকারকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিদেশে নেওয়ার উদ্যোগ ব্যর্থ হলে বিএনপি কোন ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি দলটির নীতিনির্ধারকরা।
দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, সরকার পতনের এক দফা আন্দোলন নতুন রুপ নিতে পারে। তবে নতুন রূপ কী, খোলাসা করে বলেননি বিএনপির কোনো নেতাই। জানা যায়নি আল্টিমেটাম শেষে কী কর্মসূচী আসতে পারে।
0 coment rios: