মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

স্মার্ট বাংলাদেশ সামিটের অংশীদার হলো বাক্কো

 


স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’ আয়োজনে বিসিসির সহযোগী হিসেবে সেমিনার ব্যবস্থাপনায় কাজ করবে আউটসোর্সিং শিল্পের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিপিও)।  এ উপলক্ষে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সভাকক্ষে বাক্কো’-এর সঙ্গে বিসিসির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে স্মারকে স্বাক্ষর করেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে স্মারকে স্বাক্ষর করেন পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. গোলাম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ও বিসিসির আয়োজনে আগামী ৫-৭ অক্টোবর অনুষ্ঠিতব্য স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩-এর আয়োজনকে সফল করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক বাণিজ্যিক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে চেয়ে সমঝোতা চুক্তি হয়েছে।  উল্লেখ্য, অনুষ্ঠানে বেসিস, বিসিএস, এফবিসিআই, ই-ক্যাব ও আইসপিএবি-এই বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গেও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: