বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

জায়েদের সঙ্গে হোটেলে থাকা নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা

 


সম্প্রতি প্রথমবারের মতো ঢাকার সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কক্সবাজারে কয়েকদিন ‘ছায়াবাজ’ নামের সিনেমাটির শুটিং করে মাঝপথেই কলকাতায় ফিরে যান তিনি। সেখানে গিয়ে এ সিনেমার প্রযোজক মনিরুল ইসলামের বিরুদ্ধে অপেশাদারি আচারনের অভিযোগ তুলেছেন এই নায়িকা। তিনি জানিয়েছেন, এ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার। ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি। সায়ন্তিকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করেন প্রযোজক। তিনি দাবি করেন, নৃত্য পরিচালকের সঙ্গে খারাপ আচরন করেছেন অভিনেত্রী। পাশাপাশি সায়ন্তিকা ও সিনেমার নায়ক জায়েদ খান শিডিউল অনুযায়ী সেটে উপস্থিত হতেন না, হোটেলে বেশি সময় কাটাতেন বলেও অভিযোগ করেন।

প্রযোজকের এসব অভিযোগের প্রেক্ষিতে এতোদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন সায়ন্তিকা। গণমাধ্যমে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে প্রযোজকের সঙ্গে বহু বার যোগাযোগ করার চেষ্টা করেছি। ৫০ থেকে ৭০ বার ফোন করেছি। কিন্তু উনি কোনও কথা বলেননি। কেন এমনটা করেছেন সেটা জানি না!’ সূত্র: নিউজ এইটটিন

সায়ন্তিকা বলেন, ‘একটি সিনেমায় কাজ করতে গেলে আগে পরিকল্পনা ঠিক করে করতে হয়। এক্ষেত্রে সেটির অভাব ছিল। শুটিংয়েও যার প্রভাব পড়েছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলি মিটিয়ে নিতে চাই।’ জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে এই অভিনেত্রী বরেণ, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?’


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: