সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

‘জলের গান’র স্টুডিওতে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট


 দেশের জনপ্রিয় ফোকভিত্তিক ব্যান্ড দল ‘জলের গান’ বরাবরই শেকড়ের গানে সরব। প্রতিষ্ঠার পর থেকে নতুন নতুন জীবনমুখী গান উপহার দিয়ে আসছে তারা। এই দলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের বেশিরভাগ বাদ্যযন্ত্রই নিজেদের তৈরি করা। যেমন তারাবান, চন্দ্রবান নামের বাদ্যযন্ত্রগুলির আবিষ্কার জলের গানেরই। এবার এই দলের নিজস্ব স্টুডিওতে ঘুরতে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সূত্র: কালের কন্ঠ

 রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন ম্যাক্রোঁ। জানা গেছে ঢাকায় এসে সরাসরি তিনি উঠবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এরপর রাত দশটার দিকে ‘জলের গান’র ধানমন্ডির নিজস্ব স্টুডিওতে যাবেন তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই দলের সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ।

রাহুল বলেন, ‘মহামান্য প্রেসিডেন্ট আসবেন আমার ঘরে। ফ্রান্স দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি আমিও জেনেছি। তবে লিখিতভাবে জানানো হয়নি। কিন্তু আমি এবং আমার পরিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়ে রেখেছি।’ তিনি আরও বলেন, ‘শুনেছি আমি যে ধরনের যন্ত্র নিয়ে সংগীত করি সেসব সম্পর্কে তিনি (ম্যাক্রোঁ) জানতে চান। পাশাপাশি আমাদের সংস্কৃতি সম্বন্ধে জানতে চান। এছাড়া তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।’

 প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শুধু রাহুল আনন্দ নয় আরো তিন শিল্পীর সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে। তারা হলেন আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা। যেকোনো দেশ সফরে গেলে সে দেশের শিল্পীদের স্টুডিওতে যান ম্যাক্রোঁ। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে শিল্পীদের সঙ্গে কথা বলবেন প্রেসিডেন্ট। জানা গেছে, রোববার রাতে ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন উপভোগ করবেন ম্যাক্রোঁ। এর পরদিন সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল আটটায় ধানমন্ডি লেকে হাঁটবেন তিনি। এরপর ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ম্যাক্রোঁ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে তার। সবশেষে সোমবারই ঢাকা ত্যাগের কথা রয়েছে তার।  সূত্র: আমাদের সময়.কম


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: