দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয়াপল্টনের সমাবেশ থেকে এ সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য তাকে এই সময়ের মধ্যে মুক্তি দিতে হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, শনিবার বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। তিনি অনেক বেশি অসুস্থ। কারাবন্দি হওয়ার পর এইবার তিনি তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন। দেশে যথাসম্ভব সব চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা আমাকে বলেছেন, এবার আপনাদের যা করার করুন।
0 coment rios: