মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বিজ্ঞানীদের আশঙ্কা, হয়তো চিরতরেই ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রম।

 

চাঁদের বুকে ঘুমিয়ে পড়েছে ভারতের চন্দ্রযান-৩ এর ‘ল্যান্ডার বিক্রম’। কিছুতেই সক্রিয় করা যাচ্ছে না। বিজ্ঞানীদের আশঙ্কা, হয়তো চিরতরেই ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রম। ফলে এটি আর সক্রিয় নাও হতে পারে।গত ২৩ আগস্ট রোভার প্রজ্ঞান নিয়ে সফলভাবে চাঁদে অবতরণ করে ‘ল্যান্ডার বিক্রম’। এটি দিয়ে ১০ দিন চাঁদে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। চাঁদের তীব্র ঠান্ডায় (-২৫০ ডিগ্রি সেলসিয়াস) যেন ল্যান্ডারটি টিকে থাকতে পারে সেজন্য গত ২ সেপ্টেম্বর একটি নির্দিষ্ট সময়ের জন্য বিক্রমকে শাট ডাউন বা ঘুম পাড়িয়ে দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পর গত ২২ সেপ্টম্বর বিক্রমকে সক্রিয় করার চেষ্টা করেও ব্যর্থ হয় বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত তারা ওই রোবটের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করতে পারছেন না। এর আগে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, তাদের আশা, ল্যান্ডারটির সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন সম্ভব হবে। ২২ সেপ্টেম্বর চাঁদে সূর্যের আলো পড়বে; তখন ল্যান্ডারটিতে থাকা ব্যাটারিগুলো সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হবে এবং এটি সক্রিয় হবে। কিন্তু এখন তারা জানাচ্ছেন, ওই রোবটের সঙ্গে তারা কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না। বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছিলেন, এমন কঠিন ঠান্ডায় ল্যান্ডারটি টিকে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ ছিল।

ইসরোর তথ্য অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে বিজ্ঞানীরা। কারণ এরপর চাঁদে আবারও সূর্যাস্ত হবে।

‘ল্যান্ডার বিক্রম’ যদি পুনরায় সক্রিয় না হয়, তবুও চাঁদে এর সফল অবতরণ এবং রোভার প্রজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা চালানোর বিষয়টিকে অনেক বড় সফলতা হিসেবে দেখছে বিজ্ঞানীরা।

সূত্র : দ্য গার্ডিয়ান


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: