বিশ্বব্যাপী রমরমিয়ে চলছে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে দক্ষিণি সুপারস্টার নয়নতারার। কিন্তু গুঞ্জন উঠেছে বলিউডে আর কাজ করবেন না তিনি। কারণ ‘জওয়ান’ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী। সূত্র: হিন্দুস্থান টাইমস
‘জওয়ান’ সিনেমায় নয়নতারার অভিনয়ে দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ হয়েছেন। কিন্তু ছবি রিলিজের পর থেকেই ‘মুড অফ’ তার। পরিচালক অ্যাটলির উপর নাকি মনঃক্ষুণ্ন হয়েছেন তিনি। কারণ হিসেবে জানা গেছে, ‘জওয়ান’ সিনেমার ফাইনাল এডিটে নয়তারার বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে ফেলা হয়েছে। দীপিকা পাড়ুকোনের চরিত্রে দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, অন্যদিকে নয়নতারার দৃশ্য কমিয়ে সাইডলাইন করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
নায়িকার ঘনিষ্ট সূত্রে জানা যায়, এই বিষয়টিই মোটেও পছন্দ হয়নি নয়নতারারা। সে কারণেই বলিউডের আর কোনো কাজে যুক্ত হবেন না তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি দক্ষিনী সিনেমার এই লেডি সুপারস্টার। তবে ‘জওয়ান’ সিনেমার সংবাদ সম্মেলনে তার অনুপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। এদিন দক্ষিনী তারকা বিজয় সেতুপতি মুম্বাইয়ে উড়ে এলেও আসেননি তিনি। কিন্তু সংবাদ সম্মেলনে ঠিকই শাহরুখের পাশে দেখা গেছে দীপিকাকে। ফলে অনেকেই মনে করছেন, অভিমান থেকেই প্রচার অনুষ্ঠানে যোগ দেননি নয়নতারা।
সিনেমা বিশ্লেষকদের মতে, ‘জওয়ান’-এর সাফল্য নয়নতারার বলিউড ক্যারিয়ারকে খুব বেশি প্রভাবিত করবে না। ‘জওয়ান’ প্রশংসা কুড়ালেও এই অভিনেত্রীকে নিয়ে সেভাবে আলোচনা হয়নি। বলিউডে প্রথম সারির নায়িকা হওয়া এই বয়সে বেশ মুশকিল তার জন্য। কারণ ইতোমধ্যেই ৪০-এর গণ্ডি পার করে ফেলেছে নয়নতারার বয়স।
0 coment rios: