দাম না কমলে ডিমের মতো আলুও আমদানি করা হবে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বগুড়ার হিমাগারগুলোতে অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এমর হুঁশিয়ারি দেন।
তিনি জানান, আলু আমদানির সুপারিশ করা হবে।
ব্যবসায়ীরা বলছেন, দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে আবারও বসতে চান হিমাগার মালিকরা।
অভিযানকালে হিমাগারে ফড়িয়া ও দালাল চক্রের তৎপরতা চোখে পড়ে। অতিরিক্ত মুনাফার জন্য বিপুল আলু মজুদ করায় এ সময় তিনজন আলুর মজুদদারকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- জাহিদ হাসান, শাহ আলম ও রিপন মিয়া। এর আগে দাম নিয়ন্ত্রণে সরকার গত বৃহস্পতিবার আলু, ডিম ও পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে। কিন্তু নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি হচ্ছে না। ডিমের দাম না কমায় ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে আমদানির খবরে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। তবে আলু বিক্রি হচ্ছে আগের দামে।
0 coment rios: