নতুন নিয়োগ পাওয়া ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারাঙ্গনের দুর্নীতি অপসারণ করা সবচে বড় চ্যালেঞ্জ। সব সেক্টরের মতো বিচার বিভাগেও দুর্নীতিতে ছেয়ে গেছে। তবে সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি বন্ধ করা কঠিন না। দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্সে বিশ্বাস করি। বুধবার গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিচার বিভাগ নিয়ে পরিকল্পনার বিষয়ে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ আছে। বিচার প্রার্থী মানুষদের প্রতিদিন আদালতের বারান্দায় ঘোরাফেরা করতে হয়। আপনারা জানেন বিপুল সংখ্যক মামলা আদালতে পেন্ডিং আছে। আমার পরিকল্পনা হবে যতদ্রুত সম্ভব মামলাজট কীভাবে কমানো যায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব। তবে একটি কথা বলতে পারি, আমার পূর্বসূরী এখনও যিনি প্রধান বিচারপতি, তিনি অত্যন্ত সুন্দর উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগ অবশ্যই আমি অনুসরণ করব এবং এর আগেও যারা প্রধান বিচারপতি ছিলেন, যারা সুপ্রিম কোর্ট নিয়ে এখনও ভাবেন, তাদের সঙ্গে পরামর্শ করে আমি আমার সময়টা অতিবাহিত করব। এছাড়া আমার সঙ্গে আপিল বিভাগে যারা বিচারপতি আছেন তারা সবাই খুব দক্ষ বিচারক। সূত্র: আমাদের সময়.কম
0 coment rios: