শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

রোনালদোর জোড়া গোলে টানা পঞ্চম জয় আল নাসরের

কাতার বিশ্বকাপের পর সৌদি ক্লাব আল নাসরের হয়ে গত মৌসুমে নিজের জাত চেনাতে ব্যর্থ হয় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে চলতি দুর্দান্ত ফরমে আছেন এই তারকা ফুটবলার। নিজে গোল করছেন এবং অপরকে দিয়ে করাচ্ছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টায় রিয়াদের কিং সৌদি বিশ্ববিদ্যালয়ে প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-আহলি। ম্যাচটিতে ৪-৩ গোলে জয় পায় রোনালদোর দল আল-নাসর। যেখানে তিনি করেছেন জোড়া গোল। রোনালদোর সতীর্থ তালিস্কাও করেছেন জোড়া গোল। এছাড়া আহলির হয়ে একটি করে গোল করেছেন ফ্রাঙ্ক কেসি, রিয়াদ মাহরেজ ও ফেরাস আল-ব্রিকান। সূত্র: গোলডটকম

ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিট পরেই স্কোরবোর্ডে নাম লেখান রোনালদো। তার সুবাদেই লিড গোল পায় আল-নাসর। লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানের নিচু শটে বাঁ পায়ের ছোঁয়ায় গোলের সূচনা করেন পর্তুগিজ তারকা। প্রথমার্ধের বিরতি শেষে আবারও বাঁ পায়ে আরেকটি দুর্দান্ত শট নিয়ে আল নাসরের চতুর্থ গোলটি করেন তিনি। এর মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা প্রথমার্ধে নিজের দুটি গোল করেন। প্রথমটি পেনাল্টি স্পট থেকে এবং দ্বিতীয়টি ক্রসবারের নীচের দিকে দুর্দান্ত স্ট্রাইক দিয়ে। সূত্র: ইনসাইডস্পোর্টসস

এ দিকে তিন দফায় আল-আহলি সফল হলেও এক গোলে পিছিয়ে থেকে তাদের হার দেখতে হয়েছে। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি প্রথমার্ধে জাল খুঁজে পান এবং দ্বিতীয়ার্ধে আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোল করেন। ৮৭তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরাস আল-ব্রিকানের গোল ব্যবধান দাঁড়ায় ৪-৩। শেষ পর্যন্ত এই ব্যবধান থাকায় জয় পায় আল-নাসর। মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়া আল-নাসর এই নিয়ে টানা পাঁচটি জয়ের রেকর্ড গড়ল। সর্বশেষ জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোনালদোর দল। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৫। আর সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-ইত্তিহাদ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: