মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বেসরকারী টিভি সাংবাদিককে অপহরন ও নির্যাতনের অভিযোগ


ষ্টাফ রিপোর্টার: বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন গাজী টিভির সাংবাদিক মানসুরা খন্দকারকে র‍্যাব বাহিনী কর্তৃক অপহরন ও অমানবিক নির্যাতন করার গুরুত্বর অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনায় প্রকাশ যে, গত পরশু ১১ই মে দুপুর ২:৩০টার দিকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে র‍্যাব বাহিনী তাকে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তুলে নিয়ে যায়। র‍্যাবের ৪ জনের একটি গ্রুপ তার রিক্সাপথরোধ করে তাকে হাত ও চোখ-মুখ বাধিয়া মাইক্রোবাসে করিয়া অপহরন করিয়া লইয়া যায়। তার উপর পৈশাচিক নির্যাতন করার পর গত পরশু রাত ৮:০০ ঘটিকার দিকে তাকে গুরুত্বর অবস্থায় তেজগাঁও-গুলশান লিংক রোডের সামনে ফেলিয়া রাখিয়া যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

জিডি কপি

উল্লেখ্য, গত ২২শে মার্চ নওগাঁয় র‍্যাব-৫ এর জয়পুরহাট একটি দল নওগাঁর ভুমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনকে আটকের পর ২৪শে মার্চ র‍্যাব হেফাজতে তার মৃত্যু হয়। আটকের পরদিন ২৩শে মার্চ তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। র‍্যাব দাবী করে তাদের হেফাজতে থাকা অবস্থায় সুলতানা স্ট্রোক করেছে। এই হত্যাকান্ড নিয়ে গাজী টিভির সাংবাদিক মানসুরা খন্দকার একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করেন বলে জানা যায়। যা টেলিভিশনে প্রচার করতে দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পর্যবেক্ষক মহলের ধারনা, র‍্যাবের বিরুদ্ধে মানসুরার সেই অনুসন্ধানী প্রতিবেদনের কারনেই হয়ত তার উপর এহেন পৈশাচিক নির্যাতন করা হতে পারে। উল্লেখ্য, ইতিপূর্বে তার উপর হামলা, গাড়ি ভাংচুর ও প্রাননাশের হুমকীর ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: