চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়।
রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে একটি ফেসবুক পোস্ট তাদের নজরে এসেছে। এটি নজরে আসার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চন্দ্রনাথ পাহাড় সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। সীতাকুণ্ড দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাই শান্তি বিনষ্টকারী কোনো কর্মকাণ্ডকে এখানকার জনগণ সমর্থন করে না।
প্রশাসনের পক্ষ থেকে চন্দ্রনাথ মন্দির এলাকা পরিদর্শনের পর জানানো হয়, সেখানে মসজিদ নির্মাণের কোনো উদ্যোগের প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সাথে অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্রাইন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।