সর্বশেষ

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

পায়ের যে লক্ষণ দেখলে ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত

পায়ের যে লক্ষণ দেখলে ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত



ডায়াবেটিস এমন এক রোগ, যা অনেকটা নীরবেই দেহের মারাত্মক ক্ষতি করে ফেলে। অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, দুশ্চিন্ত ও মানসিক চাপের কারণে এখন অল্প বয়সেই অনেকেই এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন।

অনেক ক্ষেত্রে একজনের স্ট্রোক বা হৃদ্রোগের মতো বড় ক্ষতি হয়ে যাওয়ার পর ধরা পড়ে, তার ডায়াবেটিস ছিল অনিয়ন্ত্রিত। কিন্তু তিনি জানতেনই না যে তার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। কারণ, উল্লেখযোগ্য কোনো লক্ষণ ছিল না তার। আপাতদৃষ্টে সাধারণ কিছু উপসর্গ, যেসবকে প্রায়ই আমরা হেলাফেলা করি, এসবও কিন্তু ডায়াবেটিসের কারণে হতে পারে।

ঘন ঘন প্রস্রাব ও তেষ্টা পাওয়া, ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষত না সারা, ওজন কমে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া যাওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবেটিসের। এগুলো ছাড়াও, ডায়াবেটিসের কিছু লক্ষণ ফুটে ওঠে পায়ে। এমনই কিছু উপসর্গ সম্পর্কে জেনেও নেওয়া যাক।

১. পায়ে ব্যথা, জ্বালা, ঝিনঝিন করা, পা লাল হওয়া এবং অসাড় হয়ে যাওয়া।

২. পায়ের ঘা এবং ক্ষত না শোকানো। ঠিকমতো রক্তপ্রবাহ না হওয়ার কারণে এমন সমস্যা হয়। রক্তনালিগুলো সরু ও শক্ত হয়ে যায় এবং রক্ত সাধারণত যেভাবে প্রবাহিত হয়, ডায়াবেটিসে আক্রান্ত হলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না।

৩. পায়ের নিচে বা বুড়ো আঙুলে ফোসকা, ঘা অথবা আলসার হওয়া।

৪. পায়ের আকৃতি পরিবর্তন হওয়া।

৫. পায়ের পাতা ভারি হয়ে যাওয়া, পা ফেলতে সমস্যা, পায়ের ত্বক শুষ্ক হওয়া, ত্বক ফাটা, গোড়ালি ফাটা, আঙুলের মাঝখানে চামড়া ফাটা, চামড়া ওঠা।

৬. ত্বকের রঙে পরিবর্তন।

৭. গোড়ালি বা পায়ে ফোলাভাব।

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আমি ‘পরী’ ডিজার্ভ করি, মুখ খুললেন শেখ সাদী

আমি ‘পরী’ ডিজার্ভ করি, মুখ খুললেন শেখ সাদী

 



তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদীর গানে মুগ্ধ শ্রোতারা। ইতোমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে ভারী তার দায়িত্বের পাল্লা। আর তাইতো ভিন্ন ঘরানার গানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই গায়ক।

এদিকে বেশ কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় চর্চায় রয়েছে পরীমণি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জন। যদিও এ নিয়ে দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলেছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) শেখ সাদী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, I don’t like girls anymore. I deserve Pori. 

সাদীর দেওয়া স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকেই ধারণা করছেন, এখানে ‘Pori’ বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরীমণির কথাই বলেছেন। তবে কেউ কেউ মনে করছেন, এটি শুধুই কাকতালীয় বা ‘পরী’ বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন।

তার এই স্ট্যাটাসের কমেন্ট সেকশনে অনেকেই সরাসরি পরীমণির নাম উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে বিষয়টি নিয়ে এ নিয়ে সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।

ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? 

হাসতে হাসতে শেখ সাদী বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। “পরি”র মতো, তাই লিখেছি। 

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতের বিপক্ষে ম্যাচে হামজাসহ একাধিক প্রবাসী ফুটবলার

ভারতের বিপক্ষে ম্যাচে হামজাসহ একাধিক প্রবাসী ফুটবলার




এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে হামজা চৌধুরীসহ একাধিক প্রবাসী ফুটবলার রেখে ৩৮ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত বছরের ১৯ ডিসেম্বর ধারে খেলতে যাওয়া শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডারকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতিও দিয়েছে ফিফা। তাই আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ বাছাই পর্বে খেলোয়াড় তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী ছাড়াও রয়েছেন ফরোয়ার্ড হিসেবে ইতালিয়ান ক্লাব ওলবিয়া কালসিও এফসিতে খেলা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম।


বাফুফে সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে। ৩৮ জনের মধ্যে বসুন্ধরা কিংসের সর্বাধিক ১৪ জন ফুটবলার রয়েছেন। বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে না থাকলেও জাতীয় দলে তাদের খেলোয়াড়দের আধিক্যই বেশি প্রাথমিক তালিকায়। শুধু দেশি ফুটবলার নিয়ে খেলা আবাহনী থেকে আছেন আট জন। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভূইয়া ঘরোয়া ফুটবল খেলেননি। তবুও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন।


এদিকে, রহমতগঞ্জের হয়ে জাতীয় দলের এক সময়ের ফরোয়ার্ড নবীব নেওয়াজ জীবন এবার ঘরোয়া ফুটবলে ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু তাকে ৩৮ জনের মধ্যে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক দলের কিছু নাম না থাকা ও কিছু অর্ন্তভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। কোচ ঢাকার বাইরে অবস্থান করায় এ নিয়ে কিছু জানা যায়নি। ক্যাম্প শুরুর সময় অবশ্য খেলোয়াড় তালিকা নিয়ে তিনি উত্তর দেবেন বলে জানিয়েছে বাফুফে।  


বাংলাদেশের প্রাথমিক দল:


গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।


মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।


ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

কাশিমপুরে ট্রাকচাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত।

কাশিমপুরে ট্রাকচাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থী নিহত।



মোঃসোলায়মান হোসাইন সোহান, কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে ইব্রাহিম মার্কেট থেকে সুলতান মার্কেট আঞ্চলিক সড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল আরোহী স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন।


সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মহানগরীর কাশিমপুরের ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ মডেল মাদরাসা সংলগ্ন এলাকায় মোমেনা এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, নিহত রাজ (১৩) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাশিমপুরের সারদাগঞ্জ সাইফুল হুজুরের ভাড়াটিয়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করে সারদাগঞ্জ আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে আসছিলেন।


এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

রাণীশংকৈলে ৮৮ পিস ইয়াবাসহ নারী আটক

রাণীশংকৈলে ৮৮ পিস ইয়াবাসহ নারী আটক

 


সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও শিমুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শিমু ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ওসি আরো বলেন, ইয়াবাসহ আটককৃত নারী শিমু আকতার এর নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হবে।

কাশিমপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ।

কাশিমপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ।

 


মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ

গাজীপুরের কাশিমপুরে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এসময় যৌথবাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।


শনিবার (২১শে ডিসেম্বর) সকাল ১০টা থেকে দফায়-দফায় গাজীপুরের কাশিমপুরে চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।


শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়,গত ১৭ ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।পরে ১৮ ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে।


আজ ২১শে ডিসেম্বর সকাল সাড়ে ৮ টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জিরানী এলাকার অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়।


পরে যৌথবাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে না পারায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের সাথে যৌথ বাহিনীর সদস্যদের একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। চক্রবর্তী ও জিরানী এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

কাশিমপুরে কমিউনিটি পুলিশিং উপলক্ষ্যে আলোচনা সভা।

কাশিমপুরে কমিউনিটি পুলিশিং উপলক্ষ্যে আলোচনা সভা।


মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে কমিউনিটি পুলিশিং উপলক্ষ্যে মাদক,চুরি,ছিনতাই,ডাকাতি,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)দুপুরে মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের লোহাকৈর এলাকায় হযরত লোহা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাশিমপুর থানার উদ্যোগে এই কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।


এসময় কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার মৃ্ধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।


এছাড়াও আরো উপস্থিত ছিলেন,কাশিমপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল,কাশিমপুর থানার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মীর,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লাসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দরা।

এসময় প্রধান অতিথি তার ব্যক্তবে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।সভায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।